Logo

সারাদেশ

বাউফলে অতিরিক্ত ভাড়া আদায়, তিন পরিবহনকে জরিমানা

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২০:১১

বাউফলে অতিরিক্ত ভাড়া আদায়, তিন পরিবহনকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীর বাউফলে তিনটি বাস পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে পৌর শহরের পাবলিক মাঠের দক্ষিণ পাশে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃতীক কুমার কুন্ড।  

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বাউফল থেকে ঢাকাগামী বাসগুলোর ভাড়া নির্ধারিত ৬০০ টাকার পরিবর্তে ১,০০০ টাকা আদায় করা হচ্ছিল। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন। অভিযোগের ভিত্তিতে বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে কিংস পরিবহন, মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। এরপর তিন পরিবহনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

ঢাকাগামী এক যাত্রী মাসুম বিল্লাল বলেন, ‘আমি ঢাকা ধোলাইপাড় যাচ্ছি, যেখানে নির্ধারিত ভাড়া ৬০০ টাকা, সেখানে ১,০০০ টাকা করে নেওয়া হয়েছে। প্রতি বছর ঈদে এভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এই অভিযান সাধারণ যাত্রীদের জন্য খুবই সহায়ক হবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃতীক কুমার কুন্ড বলেন, ‘ঈদ উপলক্ষে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি। সেই ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ায় তিনটি পরিবহনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আরিফুল ইসলাম সাগর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর