Logo

সারাদেশ

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:৪৩

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপাইড় ইউনিয়নের কামারগাঁও বাজারে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।  

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে কামারগাঁও গ্রামের ফারুক মিয়া ও সুহেল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সাকিব আহমদ ও সায়মন আহমদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে সংঘর্ষে রূপ নেয়।  

সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়, যার ফলে বাজার এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। গুরুতর আহত ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—সাকিব আহমদ, ময়জুল মিয়া, নাসির উদ্দিন, জুনেদ মিয়া, আলা উদ্দিন, জমির উদ্দিন, আশরাফ আহমদ, সুলেমান মিয়া ও জুনাইদ আহমদ। এছাড়া, অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  

সংঘর্ষের খবর পেয়ে জাউয়া বাজার তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর