Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় থামেনি টিকিট কালোবাজারির দৌরাত্ম্য

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:৫০

ব্রাহ্মণবাড়িয়ায় থামেনি টিকিট কালোবাজারির দৌরাত্ম্য

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা টিকিট কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্য থামার কোনো লক্ষণ নেই। সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষার্থীরা আপস করতে বাধ্য হলেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং অপরাধীদের দাপট আরও বেড়েছে।  

এক মাস আগে টিকিট কালোবাজারির বিরুদ্ধে এক মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সিন্ডিকেটের সদস্যদের হামলার শিকার হন। পরে আইনের আশ্রয় নিলে একজনকে গ্রেপ্তারও করা হয়। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে স্থানীয় সিনিয়র নেতাদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত ভুক্তভোগী শিক্ষার্থীদের আপস করতে বাধ্য করা হয়।  

তবে আপসের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সম্প্রতি ওই একই ব্যক্তি বেআইনিভাবে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারে ঢুকে এক যাত্রীকে আটকে রেখে মারধর করেন এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।  

স্থানীয়দের অভিযোগ, সিন্ডিকেটের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে সাধারণ মানুষ টিকিট পেতে দুর্ভোগের শিকার হচ্ছেন। কেউ প্রতিবাদ করলে তার ওপর ভয়ভীতি দেখানো হচ্ছে, এমনকি হামলার শিকার হওয়ার আশঙ্কাও থাকছে।  

এদিকে, আপসের মধ্যস্থতাকারী সিনিয়র নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানতে চান, ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট সিন্ডিকেটের এই দৌরাত্ম্য আদৌ বন্ধ হবে কি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নাগাদ কার্যকর ব্যবস্থা নেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

লিটন হোসাইন জিহাদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর