যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২৩:০০
-67f010386c8e8.jpg)
পটুয়াখালীর বাউফল উপজেলায় যুবদলের এক শীর্ষ নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিকে যুবদল বাউফল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান পলাশ বলে দাবি করা হচ্ছে।
শুক্রবার (৪ এপ্রিল) ভিডিওটি প্রথমবারের মতো ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ৪ মিনিট ২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, সাদা গেঞ্জি পরিহিত এক ব্যক্তি খাটের ওপর বসে ফয়েল পেপারের মাধ্যমে ধোঁয়া টানছেন। গ্যাসলাইটের সাহায্যে ফয়েল পেপারে থাকা একটি বস্তু গরম করে তিনি ধোঁয়া গ্রহণ করছেন।
তবে, মশিউর রহমান পলাশ এই ভিডিওর সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এটি ছড়ানো হয়েছে। আমি আইনি ব্যবস্থা নেব।
এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, পলাশ ভালো ছেলে। আমার জানা মতে, এটি পুরনো ভিডিও যা এডিট করে নতুন করে ছড়ানো হয়েছে তাকে হয়রানি করার জন্য।’
আরিফুল ইসলাম সাগর/এমএইচএস