Logo

সারাদেশ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২৩:১২

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশের পোনা, জাটকা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বাজারে গিয়ে দেখা যায়, মাছের আড়তগুলোতে অন্য মাছের সাথে জাটকাও প্রকাশ্যে কেনাবেচা হচ্ছে।  

সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কিছু ব্যবসায়ী দ্রুত জাটকা সরিয়ে ফেলেন। তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই এই বাজারে জাটকা ইলিশ অবাধে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, আমরা অন্যায় কিছু করছি না। বড় ইলিশ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ নয়।

এমন বক্তব্যে বিস্মিত হয়েছেন অনেক ক্রেতা। ব্যবসায়ীরা আরও দাবি করেন, সব জায়গায় যা করার দরকার, তা ম্যানেজ করেই আমরা ব্যবসা করছি। 

সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করলেও পদ্মা-মেঘনার নদীঘেঁষা বাজারগুলোতে নিয়মিতই দেখা যাচ্ছে জাটকা বেচাকেনা।  

এ বিষয়ে আমিরাবাদ আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, মাছ না ধরলে মানুষ না খেয়ে মরবে। জেলেদের সংসার চলে মাছ ধরে। তাই আমরা সবকিছু ম্যানেজ করেই বাজার চালিয়ে যাচ্ছি।  

মতলব উত্তর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। জাটকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হচ্ছে। আমিরাবাদ বাজারে এমন কিছু হচ্ছে, তা জানা ছিল না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর