Logo

সারাদেশ

আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২৩:৪২

আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আনন্দ-উচ্ছ্বাস আর সৌহার্দ্যের পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সদর বাজারের ডাকবাংলো নতুন মার্কেটের প্রেস ক্লাব কার্যালয়ে এই আয়োজন হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীম।  

পুনর্মিলনীতে প্রেস ক্লাবের সদস্যরা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক মিলবন্ধন জোরদারে গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, পেশাগত সহায়তা এবং সাংবাদিকতার মানোন্নয়ন বিষয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন।  

সভায় বক্তব্য দিতে গিয়ে সভাপতি আলমগীর কবীর বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পথে গণমাধ্যমকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বড় ভূমিকা রাখবে। তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, দপ্তর সম্পাদক আল-আমিন মামুন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, আইন বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান মিয়া, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের তুহিন, কার্যকরী সদস্য রবিদুল ইসলাম, সাধারণ সদস্য ওবায়দুর রহমান, জাহিদুল হক মোল্যা ও মো. ইমরান মোল্যা প্রমুখ।  

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর