সেচ পাম্পে গোসল করতে চাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০০:১০
-67f020a83dc3a.jpg)
সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লায় সেচ পাম্পে গোসল করতে চাওয়ায় আশিক (১৪) নামে এক কিশোরকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবা ও ছেলের বিরুদ্ধে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে পুরাতন ফেরিঘাট বালুর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিক হোসেনপুর ওয়াপদা মহল্লার দুলাল হোসেনের ছেলে।
অভিযুক্তরা হলেন হোসেনপুর বউবাজার এলাকার আল-আমিন ও তার ছেলে রিফাত (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে আশিক আল-আমিনের শ্যালো ইঞ্জিনচালিত সেচ পাম্পে গোসল করতে গেলে আল-আমিন ও তার ছেলে রিফাত বাধা দেন। একপর্যায়ে কথাকাটাকাটি হয়। এরই মধ্যে আশিকের ঘাড়ে বাঁশ দিয়ে সজোরে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আল-আমিন ও তার ছেলে রিফাত পলাতক রয়েছেন।
এমএইচএস