সাভারে দিনের বেলায় চলন্ত বাসে ছিনতাই, আতঙ্কে যাত্রীরা

সাভার প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০০:৪৭
-67f02935ece4b.jpg)
সাভারে প্রকাশ্য দিবালোকে যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী যাত্রীদের দাবি, চন্দ্রা থেকে ঢাকাগামী বাসটি ব্যাংক টাউন ব্রিজ এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী যাত্রী সেজে বাসে ওঠেন। এরপর হঠাৎ তারা ছুরি বের করে যাত্রীদের চুপ থাকতে বলে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নেয়।
ভুক্তভোগী যাত্রী রিপন সরকার জানান, ‘ছিনতাইকারীরা আমার পকেটে থাকা ৩৫ হাজার টাকাও নিয়ে গেছে। বাস থামিয়ে তারা ফুলবাড়িয়া এলাকায় নেমে পড়ে, এরপর কিছুদূর যেতেই চালক ও হেলপারও পালিয়ে যায়।’
আরেক নারী যাত্রী বলেন, ‘আমাকে ছুরি দেখিয়ে কানের দুল খুলে নিতে বাধ্য করে। একইভাবে অন্যদের কাছ থেকেও সব কিছু ছিনিয়ে নেয় তারা।’
ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে চালক ও হেলপারসহ সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
তবে এ বিষয়ে সাভার থানার ওসি মো. জুয়েল মিয়ার মন্তব্য পাওয়া যায়নি। থানার ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম জানান, টুনি নামে এক যাত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চালক ও হেলপার পুলিশের হেফাজতে রয়েছেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন ইতিহাস পরিবহনের পরিচালক আব্দুল মান্নান। তিনি বলেন, ‘বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল, তবে কেউই প্রতিরোধ গড়তে পারেননি। আমরা সাভার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
এর আগেও একই রকম ঘটনা ঘটেছে।
— ২ মার্চ : রাজধানী পরিবহনের বাসে একই কায়দায় ছিনতাই।
— ১৪ ফেব্রুয়ারি : শুভযাত্রা পরিবহনে ছিনতাইয়ের সময় তিন যাত্রী আহত।
— ২০ ডিসেম্বর : ওয়েলকাম পরিবহনে ডাকাতি, পাঁচজন আহত।
এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। দিনের বেলাতেই বাসে ছিনতাইয়ের মত ঘটনা বারবার ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ যাত্রীদের মাঝে।
এমএইচএস