Logo

সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৫২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টায় চকরিয়ার হারবাং এলাকায় ইনানী রিসোর্টের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারবাং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শেখ আহমদ, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর ও শ্রমিক নেতা এইচ এম রুহুল কাদের। কর্মসূচিতে হারবাং ও বরইতলী এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের পর্যটন রাজধানী কক্সবাজারে প্রতিদিন হাজারো মানুষ ভ্রমণে আসে। কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেহাল অবস্থা তাদের সেই আনন্দযাত্রাকে দুর্ভোগে পরিণত করছে। ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে এ মহাসড়কে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনায় ২৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

তারা বলেন, আর কোনো মায়ের বুক খালি হোক তা আমরা চাই না। মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এ মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর