মাথায় গুলিসহ মারা গেলেন ‘জুলাই বিপ্লবের’ যোদ্ধা হৃদয়

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:১৯

ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফল উপজেলার এক সাহসী তরুণ আশিকুর রহমান হৃদয় (১৭) মাথায় গুলির আঘাত নিয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আশিকুর রহমান হৃদয় ছিলেন গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থান, যাকে ‘জুলাই বিপ্লব’ বলা হয়। তার একজন তরুণ যোদ্ধা। ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। তার মাথায় লাগে তিনটি গুলি।
নিহত হৃদয় বাউফল উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক আনসার হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। কিন্তু পরে যুক্ত হন স্বৈরাচারবিরোধী আন্দোলনে।
জানা গেছে, গত ১৮ জুলাই যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হওয়ার পর তৎকালীন সরকারের দমননীতি ও নজরদারির কারণে হৃদয় অনেকদিন গোপনে চিকিৎসা নিতে বাধ্য হন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি অপসারণ করতে সক্ষম হন। তবে একটি গুলি এমন স্থানে ছিল, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ—ফলে তা অপসারণ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এ অবশিষ্ট গুলিটিই হৃদয়ের মৃত্যুর কারণ হয়ে ওঠে।
হৃদয়ের পরিবার জানায়, ২ এপ্রিল হৃদয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মাথাব্যথা ও জ্বর বাড়তে থাকে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলেও আর্থিক ও লজিস্টিক সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি। পরে বিকেল ৩টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।
তার বাবা আনসার হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার রিকশা আর একটা গরু বিক্রি করে যতটা পেরেছি করেছি। কিন্তু ছেলেকে বিদেশে চিকিৎসা করাতে পারিনি। চিকিৎসার অভাবে ও মারা গেছে।
হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, মাথায় গুলিটা থাকায় ও সব সময় ব্যথায় কষ্ট পেত। উন্নত চিকিৎসার দরকার ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ওর মৃত্যু একটা রাষ্ট্রীয় ব্যর্থতা।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আ. রউফ বলেন, হৃদয়কে দুপুর ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। আমরা বরিশালে রেফার করেছি, কিন্তু পরিবার সময়মতো নিতে পারেনি। বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
আরিফুল ইসলাম সাগর/এমবি