Logo

সারাদেশ

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০৬

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে গাংনী উপজেলা শহরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গাংনী থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল প্রায় আধা ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় এম এ খালেকের বাড়ির আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আকতারুজ্জামান/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর