সোনারগাঁয়ে স্ত্রীকে খুঁটিতে বেঁধে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে টানা তিন দিন খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী উজ্জ্বলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উজ্জ্বল দমদমা গ্রামের মৃত শাহ জাহানের ছেলে।
ভুক্তভোগী সাদিয়া আক্তার গত বৃহস্পতিবার সোনারগাঁ থানায় স্বামী উজ্জ্বল ও তার মা মোসা. মনোয়ারা বেগমের (৬০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
সাদিয়ার পালিত মা জুলেখা জানান, ২০ বছর আগে মেঘনা ব্রিজ এলাকা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েটিকে সন্তানের মতো লালন-পালন করেন। সাদিয়াকে গত দুই বছর আগে উজ্জলের সঙ্গে বিয়ে দেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই উজ্জ্বল তার মেয়ের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।
জুলেখা আরও জানান, বিভিন্ন সময়ে দুই লাখ টাকা দেওয়ার পরও উজ্জলের নির্যাতন থামেনি। উল্টো সাদিয়াকে শারীরিক ও মানসিকভাবে আরও বেশি নির্যাতন করা হতো। বর্তমানে নির্যাতনের শিকার সাদিয়া সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতনের শিকার সাদিয়া জানান, ঈদের তিন দিন আগ থেকে তাকে একফোঁটা পানিও দেয়নি স্বামী উজ্জ্বল। শুধু মারত আর হাসত। তার মা-বোন সবাই জানত, কিন্তু কিছুই বলত না। এর আগেও তিন বার গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। একবার দমবন্ধ হয়ে দাঁতে জিহ্বা আটকেও যায়। আল্লাহর কৃপায় বেঁচে যান। এমনকি তার চুলও কেটে দিয়েছে উজ্জ্বল।
সবশেষ গত ২ এপ্রিল উজ্জলের মা মনোয়ারার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে পুনরায় নির্যাতন শুরু করলে তার আর্তচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে খুঁটির সাথে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভুক্তভোগী সাদিয়াকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযুক্ত স্বামী উজ্জ্বলকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সজীব হোসেন/এমবি