Logo

সারাদেশ

মেহেরপুরে আলগামন উল্টে ব্যবসায়ী নিহত

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫৫

মেহেরপুরে আলগামন উল্টে ব্যবসায়ী নিহত

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মাছ বোঝাই আলগামন উল্টে গিয়ে মাছ ব্যবসায়ী জুয়েল রানা (২৮) নিহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে গাংনী উপজেলার চোখতোলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ব্যবসায়ী জুয়েল ছাতিয়ান গ্রাম থেকে মাছ নিয়ে গাংনী মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। চোখতোলার মাঠ এলাকায় পৌঁছানোর পর তার আলগামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এতে আলগামনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকতারুজ্জামান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর