Logo

সারাদেশ

নামাজে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৪

নামাজে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর হাজীগঞ্জে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মো. নুরুল ইসলাম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এশার নামাজের সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর গোগরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার দেবপুর গোগরা গ্রামের শেখ বাড়ির মৃত গফুর শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ এশার নামাজ পড়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ হাজীগঞ্জ থেকে চাঁদপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, বৃদ্ধকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আইনি ব্যবস্থা গ্রহণের পর বৃদ্ধের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আলআমিন ভূঁইয়া/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর