Logo

সারাদেশ

চাঁদপুরে ‘কিশোর গ্যাং নেতা’ গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৫১

চাঁদপুরে ‘কিশোর গ্যাং নেতা’ গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাং নেতা’ মো. মিজানুর রহমানকে (৩৬) গ্রেপ্তার করেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে এ অভিযানে শাহরাস্তি নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৫ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি জানান, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে শাহরাস্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট জাবিদ হাসান আরও জানান, গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর