Logo

সারাদেশ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:১২

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে মিঠাছরা বাজার ও রাত সাড়ে ৮টায় বড়তাকিয়া বাইপাস এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপেজলার নিজামপুর এলাকার ইয়াসিনের স্ত্রী এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ইয়াসমিন জুথি (১৯) এবং উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে সীমান্ত নাথ (২৪)।

প্রথম দুর্ঘটনা : বিকেল ৪টার দিকে মিঠাছরা বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান সীমান্ত নাথ। তিনি সীতাকুণ্ডে তার এক স্বজনের সাথে দেখা করতে যাচ্ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সীমান্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

দ্বিতীয় দুর্ঘটনা : রাত সাড়ে ৮টায় বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ইয়াসমিন জুথি নিহত হন। সাদিয়া তার নানু বাড়ি যাচ্ছিলেন। বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সাদিয়া আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

ফৌজদারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বড়তাকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনার একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

সাফায়েত মেহেদী/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর