Logo

সারাদেশ

নওগাঁয় ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৪:৫৬

নওগাঁয় ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর মান্দা উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার স্কুলছাত্র উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের বাসিন্দা আনিছুর রহমানের ছেলে। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দুই বছর আগে অভিযুক্ত স্কুলছাত্রের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্র ধরে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মৈনম ইউনিয়নের বোদ্ধপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনের রাস্তায় পাশে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এ ঘটনার পর শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে ভুক্তভোগীর মা মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার স্কুলছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম এ রাজ্জাক/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর