Logo

সারাদেশ

জুলাই যোদ্ধা হৃদয়ের দাফন সম্পন্ন, প্রশাসনের অনুপস্থিতি

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৫:১৭

জুলাই যোদ্ধা হৃদয়ের দাফন সম্পন্ন, প্রশাসনের অনুপস্থিতি

পটুয়াখালীর বাউফলে ‘জুলাই বিপ্লব’-এ গুলিবিদ্ধ হয়ে আহত তরুণ আশিকুর রহমান হৃদয় অবশেষে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার পশ্চিম যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হৃদয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। কিন্তু তার জানাজায় প্রশাসনের কোনো প্রতিনিধি কিংবা স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনমনে তীব্র ক্ষোভ ও বিস্ময় তৈরি হয়েছে।

জানাজায় সহস্রাধিক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাউফল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল সোবাহান এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি সৌদি আরব থেকে ভার্চুয়ালি হৃদয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, এনসিবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে ‘জুলাই বিপ্লব’-এর সময় পুলিশের গুলিতে হৃদয়ের মাথায় তিনটি গুলি লাগে। তৎকালীন সরকারের কঠোর দমননীতির কারণে তিনি দীর্ঘদিন গোপনে চিকিৎসা নিতে বাধ্য হন।

সরকার পরিবর্তনের পর গত ৫ আগস্ট হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি অপসারণ করলেও একটি গুলি ছিল জটিল স্থানে, যা অপসারণ করা সম্ভব হয়নি।

এদিকে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবার একাধিকবার অর্থনৈতিক সংকটে পড়ে। সবশেষ গত ২ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হৃদয়। মাথাব্যথা ও জ্বর তীব্র হওয়ায় ৪ এপ্রিল দুপুরে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা সংকটজনক দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে আর্থিক সংকটের কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি। বিকেল ৩টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, ‘আমি বর্তমানে ছুটিতে আছি। হৃদয়ের মৃত্যুর খবর আমরা শুনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জুলাই বিপ্লবের আহতদের তালিকায় হৃদয় অন্তর্ভুক্ত ছিল। এখন সে মারা যাওয়ায় সরকারের পক্ষ থেকে তার পরিবার যেন সকল প্রাপ্য সুবিধা পায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর