নৌকাডুবিতে স্বামীর সাথে প্রাণ হারালেন ইবি শিক্ষার্থী

ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৭:০৫
-67f10e95bfa12.jpg)
পাবনার সুজানগরের পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামীসহ প্রাণ হারিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি খায়রুল ইসলাম।
নিহত শিক্ষার্থী ও তার স্বামীর নাম যথাক্রমে মাসুদা মাহজাবিন ও হৃদয় হোসেন। মাহজাবিন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে সাতবারিয়া পদ্মা নদী ঘাট এলাকা থেকে পদ্মা ভ্রমণের জন্য একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন ২০ থেকে ২৫ জন। এর মধ্যে নিহত ইবি শিক্ষার্থী মাসুদা মাহজাবিন মৌ ও তার স্মামী হৃদয় হোসেনও ছিলেন। নৌকাটি মাঝ নদীতে গিয়ে স্রোতে ডুবে যায়। এরপর আশপাশের কয়েকটি নৌকা গিয়ে যাত্রীদের উদ্ধার করে এবং কয়েকজন সাঁতরে জীবন রক্ষা করেন। কিন্তু স্রোতে হারিয়ে যান মৌ ও তার স্বামী হৃদয়।
পরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নৌপুলিশ ও ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
বিএইচ/