Logo

সারাদেশ

বাউফলে নৈতিক স্খলনের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৭:২৫

বাউফলে নৈতিক স্খলনের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান পলাশকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের দায় দল নেবে না।

যুবদলের সকল নেতাকর্মীদের তার সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরিফুল ইসলাম সাগর/বিএইচ  

 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর