Logo

সারাদেশ

চাঁদপুরে ৬৪ যানবাহনে তল্লাশি, ৭ চালকের জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৯:২১

চাঁদপুরে ৬৪ যানবাহনে তল্লাশি, ৭ চালকের জরিমানা

লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় চেক পোস্ট বসিয়ে ৬৪ যানবাহনে তল্লাশি করেছে যৌথ বাহিনী। এ সময় লাইসেন্স না থাকায় ৭ চালককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৪এপ্রিল) সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। শনিবার (৫ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, অভিযানে ৬৪ যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৭ গাড়ি ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আলআমিন ভূঁইয়া/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর