৫ মুরগি ‘হত্যার’ বিচার চেয়ে নারী থানায়, প্রয়োজনে ময়নাতদন্ত

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২২:০৩

মুরগির মৃতদেহ হাতে রাশিদা বেগম। ছবি : বাংলাদেশের খবর
পাঁচটি তাজা প্রাণ কোন পাষণ্ড কেড়ে নিল? জানতে চান লালমনিরহাটের রাশিদা বেগম। বিচার চাইতে সদর থানায় এসে কান্নায় ভেঙে পড়া এই নারী বলেন, ‘কায় মোর এমন সর্বনাশ করিল? মুই গরিব মানুষ, কার কী ক্ষতি করেছি?’
শনিবার (৫ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের সদর থানায় রাশিদা যখন এমন বিলাপ করছেন, তখন তার হাতে পাঁচটি প্রিয় মুরগির মৃতদেহ।
তিনি জানান, বড় আদরে-যত্নে বড় করা এই মুরগিগুলো কিনেছিলেন ভিক্ষা করে।
রাশিদা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে মুরগিগুলোকে খাবার দিয়ে উঠানে ছেড়ে দেন। পরে বাড়ির বাইরে যান কাজে। ফিরে এসে দেখতে পান মুরগিগুলো নিথর পড়ে আছে, প্রাণের স্পন্দন নেই। শত্রুতা করে কেউ বিষ দিয়ে মুরগিগুলোকে মেরে ফেলেছে বলে তার ধারণা।
তিনি বলেন, এই মুরগিগুলোই ছিল আমার সম্বল। ডিম বিক্রি করতাম, বাচ্চা ফুটিয়ে বড় করার আশা ছিল।
রশিদা বেগমের বাড়ি লালমনিরহাটের গোকুন্ডা এলাকায়। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বাংলাদেশের খবরকে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। একজন নারী তার পাঁচটি মৃত মুরগি নিয়ে বিচার চাইতে থানায় এসেছেন। আমরা তার অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। তবে তিনি মুরগি নিয়ে এসে কোনো লিখিত অভিযোগ থানায় করেননি।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মুরগিগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগকারী নারীর সন্দেহ এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে মৃত মুরগিগুলোর ময়নাতদন্তের জন্য পশুসম্পদ বিভাগে পাঠানোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তদন্তে কারো দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
টিটুল ইসলাম/এইচকে