Logo

সারাদেশ

বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৩

বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী শহর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পর রাতেই তাকে বাউফল থানা হেফাজতে আনা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কামাল হোসেন বিশ্বাস এলাকায় অবস্থান না করে আত্মগোপনে চলে যান। তিনি দীর্ঘদিন গোপনে অবস্থান করছিলেন। অবশেষে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী শহর থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বাউফল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার কামাল হোসেনকে আদালতে সোপর্দ করা হবে।

আরিফুল ইসলাম সাগর/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর