বাউফলে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৯:১৫

ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফলে প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সালাম খন্দকার (৫৫) উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাতেরকাঠী ২ নম্বর ওয়ার্ডের মৃত ধলু খন্দকারের ছেলে।
শনিবার (৫ এপ্রিল) বাউফল থানায় ভুক্তভোগীর বাবা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, শনিবার বিকেলে ভুক্তভোগীর পরিবার অন্যত্র বেড়াতে গেলে শিশুটি বাড়ির সামনে খেলছিল। তখন সালাম খন্দকার শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন।
এ সময় শিশুটির ডাক-চিৎকারে পাশের বাসিন্দা হাসান মাদবর এগিয়ে এসে তাদের উলঙ্গ অবস্থায় দেখতে পান। পরে শিশুটি তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে পুরো ঘটনা খুলে বলে। শিশুটির বাবা পরবর্তীতে বাউফল থানায় অভিযোগ দায়ের করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সালাম খন্দকারকে গ্রেপ্তার করে। তাকে ৬ এপ্রিল আদালতে প্রেরণ করা হবে।
আরিফুল ইসলাম সাগর/এমবি