Logo

সারাদেশ

কালিয়াকৈরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা জয়নুল আবেদীনের কবর জিয়ারত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:১৫

কালিয়াকৈরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা জয়নুল আবেদীনের কবর জিয়ারত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রয়াত শিক্ষক জয়নুল আবেদীনের কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার চাপাইর ইউনিয়নের ঢোলসমুদ্র এলাকায় জয়নুল আবেদীনের কবর জিয়ারত করেন তিনি।

এর আগে প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।

এ সময় গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম সিকদার, এম আনোয়ার হোসেন, মুরাদ বকসি, জলিল মন্ডল, মান্নান দেওয়ান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান, চাপাইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এইচ এম শওকত ইমরান, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেলোয়ার হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর