
বগুড়ায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ‘সন্ত্রাসী হামলার’ ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের এক নেতাসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের রেল স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যোবায়ের ওরফে সাদিক, শাখা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম, রিফাত, আরমান, শুভ ও হাসান।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলীয় বৈঠক শেষে ছাত্রদলের কয়েকজন নেতা রেলস্টেশন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় সেখানেই ইভটিজিংয়ের একটি ঘটনায় বাধা দিলে ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায় এবং দ্রুত পালিয়ে যায়।
ছাত্রদল নেতার দাবি, হামলাকারীরা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে জড়িত। তিনি বলেন, আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পূর্ব বিরোধের জেরে হামলা হয়ে থাকতে পারে।
জুয়েল/এমবি