আশুলিয়ায় আগুনে শ্রমিক কলোনির ৮ কক্ষ পুড়ে ছাই

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৫

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে অন্তত ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৬ এপ্রিল) ভোররাতে নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় কালাম মাদবরের মালিকানাধীন একটি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় কলোনির একটি টিনসেড ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কক্ষগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। ততক্ষণে টিনসেড ঘরের আটটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পড়ে।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
হাসান ভুঁইয়া/এমবি