ঝালকাঠিতে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৫০

ঝালকাঠির নলছিটিতে একটি রেইনট্রি গাছ থেকে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রায়াপুর গ্রামে নলছিটি থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- রায়াপুর গ্রামের হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫৩) ও তার ছেলে আসাদ মাঝি (৩৫)।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদ মাঝির সাথে এক বিবাহিত মহিলার পরকীয়া সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই মহিলা বাড়ি ছেড়ে চলে যান। ওই মহিলাকে এনে দেওয়ার জন্য তার ভাইয়েরা আসাদ ও তার পরিবারকে নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করছিল। এলাকাবাসীর মতে, মা ও ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, সকালে স্থানীয়রা মা ও ছেলেকে গাছ থেকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা, কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
শাহাদাত হোসেন মনু/এমবি