Logo

সারাদেশ

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৫:০৯

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

মাদক সেবনের দায়ে দণ্ডিত সিরাজুল ইসলাম। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক মাদকাসক্ত ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের আব্দুল সালামের ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘রোববার পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলামকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।’ 

রফিক সরকার/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর