Logo

সারাদেশ

বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৬:২৩

বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী

কক্সবাজারের চকরিয়ায় বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়ায় এ ঘটনা ঘটে। 

অনশনকারী কলেজছাত্রী মহেশখালীর একটি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি ডিগ্রি কলেজের ছাত্রী।

অনশনকারী কলেজছাত্রী জানান, বিয়ের আশ্বাস দিয়ে প্রবাসী বাদল দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছেন। কিন্তু বারবার বিয়ের কথা বললেও প্রেমিক বাদল সময়ক্ষেপণ করে আসছিলেন। পরে বাদলের অন্যত্র বিয়ে করার খবর পান তিনি। এ খবর শুনে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কলেজছাত্রীর সাথে প্রবাসী বাদলের প্রেমের সম্পর্ক চলছে। সেই সুবাদে তাদের মেলামেশা হয়। বাদলের অন্য জায়গায় বিয়ের খবর শুনে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। কোনো উপায়ান্তর না দেখে বাদলের বাড়িতে অবস্থান নিয়েছে। এ সময় বাদলের বাড়ির লোকজন ওই কলেজছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে বলে জানান তারা।


এ বিষয়ে বাদলের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। তারা সবাই বাড়ি থেকে সরে গেছেন।

এ বিষয়ে চাকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেব।’

  • ইমতিয়াজ মাহমুদ ইমন/এমজে/এমআইে/এনআর/
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর