Logo

সারাদেশ

জনগণের নির্দেশনা নিয়ে কাজ করতে চাই : পার্বত্য উপদেষ্টা

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৬:৩৬

জনগণের নির্দেশনা নিয়ে কাজ করতে চাই : পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পাহাড়ে আমি ঘুরছি নির্দেশনা দেওয়ার জন্য নয়, আমি জনগণের নির্দেশনা নিয়ে কাজ করতে চাই। 

রোববার (৬ এপ্রিল) সকালে বান্দরবান জেলা পরিষদ আয়োজিত উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের কোনো বিকল্প নেই। আমাদের উদ্যোক্তা হওয়ার মনমানসিকতা সৃষ্টি করতে হবে। বিশেষ করে পার্বত্য এলাকার বাসিন্দাদের চাকরি পেছনে না ছুটে নিজেদের বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সোহেল কান্তি নাথ/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর