ফিলিস্তিনিদের প্রতি সমর্থন
ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য না রাখার অনুরোধ বাজার সেক্রেটারির

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৩৯
-67f27ee91bf87.jpg)
ফিলিস্তিনে চলমান সংঘাত এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছেন চিতারবাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শাকিল মোল্লা।
রোববার (৬ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি বাজারের সব দোকানদারদের উদ্দেশে অনুরোধ জানান, যেন তারা ইসরায়েলি পণ্য না রাখেন এবং বিক্রির জন্য না তোলেন।
পোস্টে তিনি লেখেন, ‘চিতার বাজারের সকল দোকানদারদেরকে অনুরোধ করবো ইসরায়েলি পণ্য না ওঠানোর জন্য এবং ক্রেতা ভাইদেরকে অনুরোধ করবো না কেনার জন্য।’
তার এই আহ্বানে বাজারের অনেক ব্যবসায়ী ইতোমধ্যে সাড়া দিয়েছেন বলে জানা গেছে। তারা জানান, মানবিক বিবেচনায় তারা এই পদক্ষেপকে সমর্থন করছেন।
একজন ব্যবসায়ী বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ মানুষে ওপর যে বর্বরতা চালানো হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ব্যবসায়ীর পাশাপাশি মানুষ, তাই মানবতার পক্ষে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’
বাজারের এই উদ্যোগকে অনেক ক্রেতা সাধুবাদ জানিয়েছেন এবং ইসরায়েলি পণ্য বর্জনের ডাককে সমর্থন জানিয়েছেন।
বেলায়েত হুসাইন/