
সাতক্ষীরার সদর উপজেলায় ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও দুধজাত পণ্য জব্দ করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এর আগে, শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে সদর উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালিয়ে কোমল ঘোষ (৩৮) ও দিলীপ ঘোষ (৪৩) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা হাবাসপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এসআই কাবেল আহমেদের নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পুরাতন গোয়ালঘরে ভেজাল দুধ উৎপাদনের একটি কারখানার সন্ধান পাওয়া যায়।
সেখান থেকে ২৬০ লিটার ভেজাল দুধ, ২০ লিটার ঘি, এক ড্রাম দুধের ক্রিম, ১২ লিটার সয়াবিন তেল ও সোডা, একটি ব্লেন্ডার মেশিন ও ওজন মাপার যন্ত্রসহ ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভেজাল দুধ ও ঘি তৈরি করে স্থানীয় বাজার ছাড়াও মিল্ক ভিটা ও ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করতেন। এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্য অনুযায়ী হাবাসপুর, ফিংড়ী ও আশাশুনি উপজেলার কচুয়া গ্রামে আরও ৩০ থেকে ৩৫ জন এই চক্রের সঙ্গে জড়িত। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে নজরদারি বাড়ানো হয়েছে।’
প্রেস ব্রিফিংয়ে জেলা ডিবি পুলিশের ওসি মো. নিজামউদ্দিন মোল্লাসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুস সামাদ/এমআই