মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২০:৩০

পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই দুই বাংলাদেশি অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। রোববার (৬ এপ্রিল) দুপুরে ভারতের রণঘাট কোম্পানি মহেশপুর ৫৮ বিজিবির কাছে তাদের ফেরত দেয়।
দুই বাংলাদেশি হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।
৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বিজিবির মাটিলা বিওপি ও ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফের রণঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার। এ সময় দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বৈঠকে উভয় বাহিনীর কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিওপির পৃথক অভিযানে তিন নারীসহ ছয়জনকে আটক করে বিজিবি। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। বাকিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। বাকি আটকদের নামে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এম বুরহান উদ্দীন/এমজে