Logo

সারাদেশ

বগুড়ায় সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২০:৪৭

বগুড়ায় সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত

আহত দুই সাংবাদিক। ছবি: সংগৃহীত

বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় মাছরাঙা টিভির বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) বিকেলে শহরের জলেশ্বরীতলা মোড়ে লামাম্মার জুস বারে জুস খেয়ে বের হওয়ার সময় ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত সাংবাদিক আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়। এ সময় খোরশেদ আলম এগিয়ে আসলে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হামলাকারীরা দুজনকেই এলোপাতাড়ি মারধর করতে থাকে। হামলার পর চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

আহত সাংবাদিক খোরশেদ আলম বলেন, ‘কোনো কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আমাদের ওপর হামলা শুরু করে। আমার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। কি কারণে হামলা চালানো হয়েছে, তা বুঝতে পারছি না। আমরা দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। লিওনের অবস্থা গুরুতর।’

আহত সাংবাদিক আসাফউদ্দৌলা নিওন বলেন, ‘তারা আমার নাম জানতে চায়, এ সময় খোরশেদ ভাই এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।’

 এ বিষয়ে বগুড়া পুলিশ সুপার জেদান আল মূসা বলেন, ‘সাংবাদিকের ওপর হামলা খুবই দুঃখজনক। অভিযান চলছে এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’

জুয়েল হাসান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর