Logo

সারাদেশ

গাজীপুরে টয়লেটে মিলল শ্রমিকের মরদেহ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২১:০৯

গাজীপুরে টয়লেটে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় টেকনো টেক্সটাইল মিলে কর্মরত এক শ্রমিকের মরদেহ মিলের টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৬ এপ্রিল) দুপুরে মিলের টয়লেটে শ্রমিক আলী আকবরের (৩৫) মরদেহ দেখতে পান তার সহকর্মীরা। এরপর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নিহত আলী আকবর চুয়াডাঙ্গা জেলার বিষ্ণুপুর এলাকার আসান মণ্ডলের ছেলে। 

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হযরত আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

মো. দেলোয়ার হোসেন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর