Logo

সারাদেশ

বগুড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ৫

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৩

বগুড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ৫

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর ‘সন্ত্রাসী হামলা’র ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে রাকিব (২৭) নামের এক যুবকসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যার পর রাকিবকে তার নিজ বাড়ি থেকে এবং বাকি চারজনকে শাজাহানপুর থানা এলাকা থেকে আটক করা হয়।

আটক রাকিব শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার আব্দুল মতিনের ছেলে। তদন্তের স্বার্থে বাকি চারজনের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেলে শহরের জলেশ্বরীতলা মোড়ে মাছরাঙা টিভির বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বগুড়া লাইভ’-এর স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন এর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম হামলাকারীদের শনাক্ত ও আটক করতে মাঠে নামে। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তাদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলা এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

জুয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর