Logo

সারাদেশ

ইউএনও কার্যালয়ে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি কর্মী আটক

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:২৩

ইউএনও কার্যালয়ে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি কর্মী আটক

টাঙ্গাইলের ভূঞাপু‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হুমকি প্রদান ও বিশৃঙ্খলা করার অভিযোগে বিএনপি কর্মী রানা‌কে আটক করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল ক‌রিম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, রোববার দুপু‌রে ঈদ শে‌ষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থে‌কে ভূঞাপুর বাসস্ট্যান্ডে বা‌সে বাড়‌তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) একযোগে পু‌লিশের সহায়তায় ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনা ক‌রে জ‌রিমানা করেন। 

এ সময় সেখানে উপ‌স্থিত সাধারণ শিক্ষার্থীদের ওপর একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে আক্রমণ করে। তখন বিএন‌পি কর্মী রানা শিক্ষার্থী ও জনতার কাছ থেকে জরিমানার টাকা আদায়ের হুমকি দেন। প‌রে রানা পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ইউএনওকে হুম‌কি দেন। প‌রে পু‌লি‌শ খবর পেয়ে রানা‌কে আটক করে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল ক‌রিম বলেন, ‘রানা না‌মের একজনকে আটক করা হ‌য়ে‌ছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. প‌পি খাতুন ব‌লেন, ‘বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে বাড়‌তি ভাড়া আদা‌য়ের বিরু‌দ্ধে অভিযান পরিচালনা করা হয়। এতে রানা না‌মের একজন কার্যালয়ে এসে বিশৃঙ্খলা ও হুম‌কি দেয়। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ক‌রা হ‌বে।’

আব্দুল লতিফ তালুকদার/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর