Logo

সারাদেশ

ফেনী সীমান্তে তানজানিয়ান নারী আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৩১

ফেনী সীমান্তে তানজানিয়ান নারী আটক

ফেনীর পরশুরামে এক তানজানিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক নাগরিকের নাম আমিনা শাবানি (৩৩)।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

বিজিবি সূত্র জানায়, নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল কুদ্দুসের নেতৃত্বে বিজিবির টহলদলের অভিযানে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পূর্ব নিজ কালিকাপুর মজুমদার বাড়ির মসজিদের সামনে ওই তানজানিয়ান নাগরিককে আটক করা হয়। আটক ওই নাগরিক তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা। রাত ৯টার দিকে তাকে পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

ওই নারীকে পাচারের সাথে স্থানীয় মোতালেব ও সুমন নামে দুই ব্যক্তি জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে, গত এক বছরে নিজ কালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত থেকে ৯ জন নাইজেরিয়া, সোমালিয়া, জাম্বিয়া ও সুদানের নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা। 

পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, ‘আটক ওই নাগরিকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে।’

এমরান পাটোয়ারী/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর