ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৩১

ময়মনসিংহের সদর উপজেলায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম লাল চাঁন (২২)। তিনি স্থানীয় মৃত ইসলাম উদ্দিনের ছেলে এবং পেশায় একজন মিশুক চালক। অভিযুক্ত বড় ভাইয়ের নাম জালাল উদ্দিন (৩৫)। তিনি নিহতের আপন বড় ভাই।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। রোববার বিকেলে তাদের ভগ্নিপতির উপস্থিতিতে আলোচনা চলাকালে হঠাৎ তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে জালাল উত্তেজিত হয়ে দা দিয়ে ছোট ভাই লালের ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই লাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জালাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
নাজমুস সাকিব/এমবি