সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৪

ছবি : বাংলাদেশের খবর
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় একটি বাসযাত্রী রাস্তার পাশে খাদে পানির মধ্যে পড়ে উল্টে যায়। এতে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। তারা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে পিরোজপুর যাচ্ছিলেন।
রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রাজশাহীর খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাদিকুল ইসলামের ছেলে মো. জুয়েল আহমেদ (৪০), মো. বেলায়েত হোসেনের ছেলে মো. নাসিম উদ্দিন (৪৫) ও মো. জোবদুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৩২)। তারা তিনজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা এবং জামায়াতে ইসলামীর রাণীহাটি ইউনিয়ন শাখার কর্মী।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পিরোজপুরগামী একটি বাসের সঙ্গে খড়খড়ি বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে খাদে পানির মধ্যে পড়ে উল্টে যায়। এ সময় পেছন থেকে আরও একটি বাস এসে ট্রাকটিকে ধাক্কা দিলে সেটিরও এক পাশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
জানা গেছে, দুইটি বাসে থাকা প্রায় ৯০ জন যাত্রী সবাই জামায়াতের কর্মী ও সমর্থক ছিলেন। তারা প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে পিরোজপুর যাচ্ছিলেন।
রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন।
যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪০ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নাসিম, মিজান ও জুয়েল নামের তিনজন জামায়াতকর্মী মারা গেছেন। নিহতরা সকলেই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
আহতরা হলেন- রফিকুল ইসলাম, আনারুল ইসলাম, মতিউর রহমান, আমান উল্লাহ, মাইনুল ইসলাম, সাদিকুল ইসলাম, ইমরুল কায়েস, খালিদ উমর, আ. হালিম, এমারুল হক, সায়েম হোসেন, রজত আলী, মামুন হোসেন, গোলাম নবি, টিপু সুলতান, নাইমুল হক, রজদুল ইসলাম, মোজাম্মেল হক। এরা হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
এছাড়া রেফাজুল ইসলাম, উমর ফারুক, ইব্রাহীম হোসেন, জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম, আ. কাদের, ইসরাফিল আলম, বুলবুল আহমেদ, মাহতাব উদ্দিন, মো. সুমন, জিয়াউল ইসলাম, আমান উল্লাহ, আমিনুল ইসলাম, ইলিয়াস আলী, দেলোয়ার হোসেন, বুলবুল হোসেন, আ. কাদের, সামিম, আ. সামাদ, আ. মুতালেব হোসেন ও ইব্রাহীম। এরা হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
ট্রাক চালক মিরাজ মোল্লা, মিলন হোসেন। হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
পিটার মিখাইল/এমবি