Logo

সারাদেশ

মধুমতি নদী থেকে বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৫

মধুমতি নদী থেকে বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

জরিমানাপ্রাপ্তরা হলেন- উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা রাসেল মিয়া ও বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের ওয়াহিদুজ্জামান মুন্সি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দুটি মামলায় দুইজনকে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও অভিযানকালে আনুমানিক ১ হাজার ৫০০ ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয় এবং প্রায় ১ লাখ ৫ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান এবং আলফাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহযোগিতা করেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। আমরা অভিযানে গিয়ে বালু উত্তোলনের প্রমাণ পেয়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছি এবং সতর্ক করেছি যাতে ভবিষ্যতে আর কেউ এমন কাজ না করে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

রাকিবুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর