কটিয়াদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:০২

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পিকআপ চালকের সহকারী প্রান্ত চন্দ্র বর্মণ (২০) ও শিশু মুরসালিন হোসেন (৫)। দুর্ঘটনা দুটি ঘটেছে শনিবার বিকেল ও রোববার সকালে উপজেলার পৃথক স্থানে।
রোববার (০৭ এপ্রিল) সকালে কটিয়াদী-মঠখোলা সড়কের মান্দার কান্দি এলাকায় যাত্রীবাহী একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন প্রান্ত চন্দ্র বর্মণ। তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত প্রান্ত নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে।
অপরদিকে, শনিবার বিকেলে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পশ্চিম চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশা চাপায় গুরুতর আহত হয় শিশু মুরসালিন হোসেন। তাকে তাৎক্ষণিক কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মুরসালিন উপজেলার বাঘবেড় গ্রামের মল্লিক হোসেনের ছেলে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিজানুর রহমান/এমবি