Logo

সারাদেশ

নওগাঁয় ভাই-বোনের মরদেহ উদ্ধার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৩:৫১

নওগাঁয় ভাই-বোনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে দু্ইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) ভোরে পুলিশ স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে। 

নিহতরা হলেন- মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাই-বোন দুজন একসঙ্গে বসবাস করছিলেন। সোমবার সকালে বাড়ির ভেতর থেকে পঁচা গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশের কাছে খবর দেয়। পরে পুলিশ এসে বাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে পোরশা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’  

এম এ রাজ্জাক/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর