Logo

সারাদেশ

নাশকতা মামলায় লালমনিরহাটে সাংবাদিক গ্রেপ্তার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৩:৫৭

নাশকতা মামলায় লালমনিরহাটে সাংবাদিক গ্রেপ্তার

রংপুরের নাশকতার মামলায় লালমনিরহাটের কালীগঞ্জে শাহিনুর ইসলাম শাহিন (৩০) নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কালীগঞ্জে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কালীগঞ্জ থানার সহায়তায় রংপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।

শাহিনুর ইসলাম শাহিন কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের একরামুল হোসেনের ছেলে। তিনি দৈনিক ভোরের কথা ও আইপি টিভি সিএনএন বাংলার লালমনিরহাট প্রতিনিধি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বরে রংপুর কোতোয়ালি থানার নাশকতা মামলায় ৫৪ নম্বর আসামি শাহিনুর ইসলাম শাহিন। এজন্য তাকে রোববার রাতে কালীগঞ্জ ইউপি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় সভাপতি শরিফুল ইসলাম রতন জানান, শাহিনুর ইসলাম শাহিন কীভাবে রংপুরে গিয়ে নাশকতা করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, এটি একটি মিথ্যা মামলা এবং সাংবাদিকের বিরুদ্ধে এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, গ্রেপ্তার শাহিনের নাম মামলার এজাহারে ছিল। রংপুর থানার তদন্ত কর্মকর্তার সহায়তায় কালীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সহায়তা করেছে। রাহেবুল ইসলাম টিটুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর