Logo

সারাদেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে পুলিশে দিল স্বজনরা

Icon

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৪:০৭

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে পুলিশে দিল স্বজনরা

ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে এক পিতাকে পুলিশে দিয়েছেন স্বজনেরা। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামে। এ ঘটনায় সোমবার (৭ এপ্রিল) সকালে মোস্তফা মোল্লার (৪৫) নামে ধর্ষণ মামলা হয়েছে। 

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, মোস্তফা পার্শ্ববর্তী সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। মোস্তফার স্ত্রী দৃষ্টি-প্রতিবন্ধী হওয়ায় শিশু অবস্থায় নজর দেন নিজ মেয়ের প্রতি। মেয়ের বর্তমান বয়স ১৬ বছর। প্রায় ২ বছর ধরে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসছেন মোস্তফা।

তখন তারা মোস্তফাকে সামাজিকভাবে বুঝানোর অনেক চেষ্টা করেন। তারপরও আচরণ পরিবর্তন হয়নি। বিগত দুই বছর ধরে বিষয়টি মেয়ের মা ও মেয়ের মামাকে জানান স্বজনরা। তখন মেয়ের মামারা মোস্তফাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। মাঝেমধ্যে হাতে-পায়ে ধরে ‘আর এমন করবে না’ বলে বাড়ি ফিরে আসতেন তিনি। কিন্তু সুযোগ পেলেই আবারও ধর্ষণ করে পালিয়ে যান। 

কিছুদিন পর রোববার (৬ এপ্রিল) মোস্তফা বাড়ি ফিরে আসলে তাকে আটকিয়ে পুলিশকে খবর দেন স্বজনরা। ভাঙ্গা থানা পুলিশ রাতেই মোস্তফাকে আটক করে মামলা দিয়ে সোমবার কোর্টে প্রেরণ করে। মামলা বাদী হয়েছেন মেয়ের মামা। 

এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন বলেন, ‘কয়েক বছর ধরে জন্মদাতা পিতা মোস্তফা তার স্ত্রীর অন্ধত্বের সুযোগে মেয়েকে ধর্ষণ করে বলে মেয়ে ও তার পরিবার জানিয়েছে। সত্যতা পাওয়ায়  মেয়ের মামা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছে। মেয়েকে মেডিকেল টেস্টের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। মোস্তফাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর