
ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ ও আটকবর সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) সকালে রাস্তার পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত নারীর আনুমানিক বয়স ৫০ বছর। তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আকতারুজ্জামান/এমবি