Logo

সারাদেশ

চট্টগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৭:১২

চট্টগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ছবি : বাংলাদেশের খবর

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ প্রতিপাদ্যে র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে আন্দরকিল্লা সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মন্নান। উপস্থিত ছিলেন ডা. কাজী আশিক আমান, ডা. অজয় দাশ, ডা. মোর্শেদা খানম, ডা. রওশন আরা বেগম, ডা. লুৎফুল কবির, ডা. রাশনা দাশ ও মো. ফোরকান।

আলোচনায় ডা. আবদুল মন্নান বলেন, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল। মানুষকে সচেতন করতেই বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে।’

তাফহীমুল ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর