Logo

সারাদেশ

গাইবান্ধায় তীর-ধনুক নিয়ে সাঁওতালদের বিক্ষোভ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৭:১৮

গাইবান্ধায় তীর-ধনুক নিয়ে সাঁওতালদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

২০১৬ সালের সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় তীর-ধনুক নিয়ে বিক্ষোভ করেছেন সাঁওতাল নারী-পুরুষরা।

সোমবার (৭ এপ্রিল) গোবিন্দগঞ্জ থেকে শতাধিক সাঁওতাল জেলা শহরে এসে বিক্ষোভ মিছিল করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং স্মারকলিপি দেন।

‘গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’ ও ‘সামাজিক সংগ্রাম পরিষদ’-এর আহ্বানে আয়োজিত কর্মসূচিতে সাঁওতাল নেতারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর সাবেক এমপি আবুল কালাম আজাদ, তার অনুসারী ও পুলিশের সমন্বিত হামলায় গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ, লুটপাট ও গুলি চালানো হয়। এতে তিন সাঁওতাল নিহত ও ৯ পুলিশ তীরবিদ্ধ হয়ে আহত হন।

বক্তারা অভিযোগ করেন, মামলা হলেও আজও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে দোষীদের বিচার ও সাবেক এমপি কালামকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন সাঁওতাল নেতা ফিলিমন বাসকে, প্রিসিলা মুর্মু, স্বপন শেখ, আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনু, বৃটিশ সরেন প্রমুখ।

আতিকুর রহমান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর