সাঁথিয়ায় সেনা অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৭:২৭

ছবি : বাংলাদেশের খবর
পাবনার সাঁথিয়ায় দেশীয় অস্ত্রসহ এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (৬ এপ্রিল) বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আল-আমিন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে রামদা, ছুরি, চাপাতিসহ ১০টি দেশীয় অস্ত্রসহ মো. লাম (১৬) নামে কিশোরকে গ্রেপ্তার করা হয়। সে পার কোরোমজা গ্রামের আব্দুল্লার ছেলে।
ক্যাপ্টেন আল-আমিন খান জানান, অভিযানের সময় গ্যাং সদস্যরা অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজকতা ও আতঙ্ক ছড়াচ্ছিল। অভিযুক্তকে পরবর্তীতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।
শফিক আল কামাল/এআরএস